জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক চালুকৃত জাতীয় সঞ্চয় প্রকল্পগুলোর মধ্যে ০৪ (চার)টি প্রকল্প তথা ৪ প্রকার সঞ্চয়পত্র সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হয়।
সঞ্চয়পত্র ক্রয় সংক্রান্ত নীতিমালা অর্থাৎ বিক্রয়, ভাঙ্গানো ও তথ্য প্রদান, সঞ্চয়পত্রের উৎসেকর কর্তনের সনদ প্রদান, বাংলাদেশ প্রাইজ বন্ডের ত্রৈমাসিক ‘ড্র’ এর ফলাফল প্রদান, এবং বাংলাদেশ প্রাইজবন্ডের পুরস্কার প্রাপ্তীর আবেদনপত্র (বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরবরাহকৃত) পাওয়া যায়।
1. সঞ্চয়পত্র ক্রয়েচ্ছু সম্মানিত বিনিয়োগকারীগণ প্রথমে সংশ্লিষ্ট সঞ্চয় অফিসে এসে নিয়ম-কানুন জেনে নিবেন।
2. সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে নিজের ও নমিনির ০২ (দুই) কপি করে সদ্য তোলা রঙিন ছবি, উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, ব্যাংক স্টেটমেন্ট/এমআইসিআর চেকের পাতার ফটোকপি, টিআইএন নম্বরের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)সহ সঞ্চয় অফিসে উপস্থিত হতে হবে।
3. অফিস হতে বিনামূল্যে সরবরাহকৃত ফরম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস পূরণ করে জমা প্রদান করবেন।
4. অফিস হতে ডাটা এন্ট্রি পূর্বক একটি জমার রশিদ প্রদান করা হবে। গ্রাহক জমার রশিদসহ নগদ টাকা/চেক সোনালী ব্যাংক লি., ঠাকুরগাঁও শাখায় জমা করবেন এবং সঞ্চয় অফিসের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তরের বিষয়টির ক্লিয়ারেন্স সোনালী ব্যাংক থেকে সংগ্রহ করবেন।
5. সঞ্চয় অফিস আবেদনকারীর নামে জমাকৃত টাকার সমমূল্যের সঞ্চয়পত্র ইস্যু করবেন এবং সীল সহি করে বিনিয়োগকারির হাতে সোপর্দ করবেন।
সমাপ্ত অর্থ বছরের উৎসে কর কর্তনের সনদ প্রাপ্তির জন্য বিনিয়োগকারী নিজে উপস্থিত হবেন এবং সনাক্তকরণ স্লিপের একটি ফটোকপি প্রদান করবেন। একইদিনে তাকে সঞ্চয়পত্রের ওপর উৎসেকর কর্তনের সনদ প্রদান করা হবে।
প্রাইজবন্ডের ফলাফল নোটিশ বোর্ডে টানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস