Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচী
Details

জানুয়ারি/2018 খ্রিস্টাব্দ মাসে জেলা সঞ্চয় অফিস, ঠাকুরগাঁও’র উদ্যোগে প্রান্তিক ও ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীকে এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যথাক্রমে একটি উঠান বৈঠক এবং একটি উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়েছিলো বরুণাগাঁও, সালন্দর, ঠাকুরগাঁও-এ।
এই আয়োজনের মাধ্যমে সমাজের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়। তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য বিভিন্ন উৎসাহমূলক বক্তব্য প্রদান করা হয়। সঞ্চয়ীদের সুবিধা প্রদান করার জন্য সঞ্চয় অধিদপ্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কি কি সুবিধা প্রদান করছেন সেটা যথাযথভাবে তুলে ধরা হয়। তাদের মধ্যে সঞ্চয়পত্র সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। অনেকেই আগ্রহী হয়ে সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম সংগ্রহ করেন এবং সদাশয় সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়শী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Publish Date
05/01/2018
Archieve Date
30/11/2039