Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

প্রথম বিশ্বযুদ্ধের আর্থিক সংকটের সময় তৎকালিন বৃটিশ সরকার বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সর্বপ্রথম দেশের জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের কাজ শুরু করে। আহরিত এই সঞ্চয় তখন একদিকে যুদ্ধের ব্যয়ভার বহন ও অপরদিকে দেশের মুদ্রাস্ফীতি রোধে দারুন সহায়ক হয়। যুদ্ধ শেষে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনেও জাতীয় সঞ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের মুদ্রাস্ফীতি রোধ কল্পে জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় পর্যায়ে কাজে লাগানোর চিন্তা থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও যুদ্ধ-বিধ্বস্ত অর্থনীতি পূনর্গঠনে সঞ্চয় কার্যক্রম অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় ১৯৪৩ সালে এই উপমহাদেশে তৎকালিন বৃটিশ ভারতের সিমলায় “ন্যাশনাল সেভিংস ব্যুরো” নামে প্রথম জাতীয় সংস্থা প্রতিষ্ঠিত হয়। অতপর বিট্রিশ সরকার ভারতীয় উপমহাদেশ থেকে চলে গেলে পাকিস্তান আমলে করাচীতে জাতীয় সঞ্চয়ের প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ খ্রিস্টাব্দে ঢাকায় জাতীয় সঞ্চয় এর প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয়।