জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক চালুকৃত জাতীয় সঞ্চয় প্রকল্পগুলোর মধ্যে ০৪ (চার) প্রকার সঞ্চয়পত্রের নীতিমালা অর্থাৎ বিক্রয়, ভাঙ্গানো ও তথ্য প্রদান, সঞ্চয়পত্রের উৎসেকর কর্তনের সনদ প্রদান, বাংলাদেশ প্রাইজ বন্ডের ত্রৈমাসিক ‘ড্র’ এর ফলাফল প্রদান, এবং বাংলাদেশ প্রাইজবন্ডের পুরস্কার প্রাপ্তীর আবেদনপত্র (বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরবরাহকৃত) পাওয়া যায়।
সেবা এবং ধাপসমূহঃ সঞ্চয়পত্র ক্রয়েচ্ছু সম্মানিত বিনিয়োগকারীগণ প্রথমে সংশ্লিষ্ট সঞ্চয় ব্যুরো অফিসে এসে নিয়ম-কানুন জেনে নিবেন। তারপর সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে নিজের ও নমিনির ০২ (দুই) কপি করে সদ্য তোলা রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও নমিনিসহ সঞ্চয় অফিসে উপস্থিত হতে হবে। তারপর উক্ত অফিস হতে ব্যাংকের জমাবহি পুরণ করে সংশ্লিষ্ট লেনদেনকারি ব্যাংকে নগদ অর্থ বা চেকের মাধ্যমে টাকা জমা প্রদান করবেন। অতপর অফিস হতে বিক্রয় ফরম ও নমুনা স্বাক্ষর কার্ড কর্মকর্তার নিকট থেকে চেয়ে নিয়ে সঠিকভাবে পুরণ করবেন। ব্যুরোর কর্মকর্তা বিনিয়োগকারির ছবি ও স্বাক্ষর, নমিনির ছবি ও স্বাক্ষর যথাযথভাবে পরীক্ষা করত ফরমের নিচের অংশ পুরণ করে ছবি ফরমের যথাস্থানে স্ট্যাপলার করে সীল মারবেন। তারপর আবেদনকারীর নামে জমাকৃত টাকা মূল্যের সঞ্চয়পত্র ইস্যু করবেন এবং সীল সহি করে খামসহ বিনিয়োগকারির হাতে সোপর্দ করবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS